মানুষের মতো ব্যায়াম করে ব্যাঙেরাও!


প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১১ মে ২০১৫

ছোটবেলায় ব্যাঙদৌড় দৌড়েছেন? অনেকেরই স্কুলে ব্যাঙের অনুকরণে এই দৌড়ের অভিজ্ঞতা আছে নিশ্চয়ই! কিন্তু এবার যদি কোনো ব্যাঙকেই দেখেন আপনার মতো পুশ-আপ করতে? চমকাবেন তো!

ইন্দোনেশিয়ার জাকার্তায় এমনই কিছু বিরল ছবি তুলেছেন কুরিত আফশিন নামের এক আলোকচিত্রী। তাতে দেখা যাচ্ছে, দুটো ট্রি ফ্রগ, মানে গেছো ব্যাঙ রীতিমতো মানুষের মতো নিখুঁত জিম করার ভঙ্গিতে ব্যায়াম করছে।

একজন তো আরেকজনকে চ্যালেঞ্জ জানিয়ে পেশী গঠনের জন্য পুশ-আপ করার সময় ধরা পড়েছে আফশিনের ক্যামেরায়।

সবুজ এই গেছো ব্যাঙগুলো গাছে গাছেই থাকে। মাটিতে প্রায় নামে না বললেই চলে। শুধুমাত্র প্রজননের প্রয়োজনে মাঝে মাঝে তাদের মাটিতে দেখা যায়। কেউ কেউ আবার গাছের পাতাতেই ঘর বেঁধে ওই কাজটি সেরে ফেলে।

১০ সেন্টিমিটার আকারের এই গেছো ব্যাঙ কিন্তু সত্যি সত্যিই নানা ধরণের অ্যাক্রোব্যাটিক্সে দক্ষ।

ছবিতে তারই কিছু ঝলক।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।