উৎসাহ-উদ্দীপনায় ভারতে ঈদুল আজহা উদযাপিত


প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা শুক্রবার ভারতে ঐতিহ্যবাহী চেতনায় উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। মুসল্লিরা বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
 
দিল্লীতে ঈদের নামাজ আদায় করার জন্য বিপুল সংখ্যক মুসল্লি সকালেই বিখ্যাত জামে মসজিদ, শাহী ফতেহপুরী মসজিদ ও ঈদগাহতে সমবেত হন। পরে তারা ভেড়া, ছাগল, উট কোরবানি এবং পরিবারের সদস্য, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করেন।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহা উপলক্ষে জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

এক বাণীতে প্রণব মুখার্জী বলেন, এই উৎসব আনন্দ ভাগাভাগির এবং অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত, কষ্টে জীবন যাপনকারী ও অভাবীদের জন্য একটি উপলক্ষ হয়ে উঠুক।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা সকল সম্প্রদায় ও অঞ্চলের মানুষকে বহুমাত্রিক সভ্যতার উৎসবে ঐক্যবদ্ধ করবে।

উপ-রাষ্ট্রপতি আনসারী বলেন, ঈদুল আজহা সমাজে ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চেতনার প্রতীক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহা উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।