পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ


প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১১ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ‘এ’ গ্রুপ থেকে মূল পর্বে ওঠার জন্য লড়াই করছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। বাকি রইল শুধু বাংলাদেশ এবং ওমান। একটি করে জয় এবং একটি করে ড্র নিয়ে  দু’দলেরই পয়েন্ট সমান ৩ করে। তবে রান রেটে এগিয়ে রয়েছে বাংলাদেশই। ফলে ‘এ’ গ্রুপের শীর্ষ দল এখন বাংলাদেশ।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আর আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ওমান। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠেই নামতে পারেনি ওমান এবং নেদারল্যান্ডস। ফলে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়। এ কারণে ওমানের পয়েন্ট দাঁড়ায় ৩। দিনের দ্বিতীয় ম্যাচও বৃষ্টির কবলে। তবে কার্টেল ওভারে (১২ ওভার) খেলা মাঠে গড়ায়।

টস হেরে বাংলাদেশ ব্যাট করতে নেমে তামিম এবং সৌম্যের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশ ৮ ওভারেই সংগ্রহ করে ৯৪ রান। এরপর বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।

২ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৩। রান রেট: +০.৪০০। অপরদিকে ওমানের পয়েন্টও ৩। তাদের রান রেট: +০.২৮৩।

আইএইচএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।