মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২১ জুলাই ২০২৩

প্রতি বছর মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়। চলমান এ অভিযানের অংশ হিসেবে গত ২০ জুলাই সকালে চাঁদপুর সদরের নানুপুর গ্রামের নানুপুর জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এ কার্যক্রমে অংশ নেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মুনছুর আজিজ, সাহাবুদ্দিন খান, মো. শামীম হোসাইন, মো. সবুজ প্রমুখ। এ বছর বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বইপত্রে সীমাবদ্ধ নব্বই দশকের খেলা লাটিম

২০০১ সালে গাজী মুনছুর আজিজের উদ্যোগে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এর উদ্যোগে পাঠাগার পরিচালনা, গাছের চারা বিতরণ ও রোপণ, শিক্ষাবৃত্তি প্রদান, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, ইলিশ আড্ডা, ঈদ উৎসব ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মুনছুর আজিজ বলেন, ‘পরিবেশ সুরক্ষায় গাছের বিকল্প নেই। এ ছাড়া গাছের রয়েছে নানা উপকারিতা। তাই আমরা প্রতি বছরই বৃক্ষরোপণ অভিযান করে থাকি।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।