হাতের রেখা দেখে জেনে নিন আপনার বিয়ের সঠিক সময়


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১১ মে ২০১৬

বিয়ে নিয়ে হাজারটা রঙিন ভাবনা থাকে সবারই। কোন বয়সে বিয়ে হবে, যাকে ভালোবাসি তাকেই পাবো তো না কি পরিবারের পছন্দে বিয়ে করতে হবে, বিয়েটা জীবনভর টিকবে তো, বিয়ে কি একটাই না কি একাধিক- এমন অনেক প্রশ্ন উঁকি দিতেই পারে আপনার মনে। তবে অবিশ্বাস্য হলেও সত্যি এসব প্রশ্নের উত্তর লেখা আছে আপনার হাতের রেখায়ই! নিজে নিজেই খুঁজে নিতে পারেন নিজের বিয়ে সংক্রান্ত সব প্রশ্নের উত্তর। তবে তার আগে হাতের তালুতে খুঁজে নিতে হবে ম্যারেজ লাইন বা বিবাহ রেখা। কনিষ্ঠ আঙুলের নীচের দিকে আড়াআড়িভাবে থাকে বিবাহ রেখা। এই রেখার অবস্থান দেখেই জানা যায় বিয়ে সংক্রান্ত সব প্রশ্নের উত্তর।

কোন বয়সে বিয়ে হবে

ম্যারেজ লাইন যদি ছোট হয় এবং তা থাকে কনিষ্ঠ আঙুল ঘেঁষে তবে জানবেন আপনার বিয়ের ফুল ফুটতে অনেক দেরি। অন্তত ৪০ বছর পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। কিন্তু এই ছোট ম্যারেজ লাইনই যদি আবার থাকে উল্টো দিকে তবে বুঝবেন বিয়ের আপনার বেশি দেরি নেই। ২০ বছরেই বসতে হবে বিয়ের পিড়িতে। আর এই লাইন যদি হয় মাঝ বরাবর তবে আপনার বিয়ের বয়স ৩০।

এক না একাধিক বিয়ে

হাতে একের বেশি বিবাহ রেখা থাকলে একাধিক বিয়ের যোগ থাকে। সেক্ষেত্রে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না।

কেমন হবে বিবাহিত জীবন

ম্যারেজ লাইন যদি সোজা হয় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে তবে সুখী হবে আপনার বিবাহিত জীবন। কিন্তু লাইন যদি মাঝে মাঝে ভেঙে ভেঙে যায় তবে সেই সম্পর্ক সমস্যার মধ্যে দিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত হবে `হ্যাপি এন্ডিং` ।

বিচ্ছেদ রেখা

আপনার হাতে যদি এমন কোনও লাইন থাকে যা বুড়ো আঙুলের নীচের উঁচু অংশ থেকে শুরু হয়ে বিবাহ রেখাকে কেটে কনিষ্ঠ আঙুলের নীচ পর্যন্ত বিস্তৃত থাকে, তবে বুঝতে হবে এই বিয়ে টিকবে না। এর পরিণতি ডিভোর্স।

কখন বুঝবেন আপনার বিয়ে থেকে দূরে থাকা উচিৎ

আপনার ম্যারেজ লাইন যদি স্বাভাবিক লাইনের মতো না হয়ে শিকলের মতো দেখতে হয় তবে আপনার বিয়ে না করাই ভালো। কারণ এরকম লাইন সমস্যায় জর্জরিত, অশান্তি পূর্ণ বিবাহিত জীবনের ইঙ্গিত দেয়।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।