ক্যাডার পদে স্থায়ীকরণ, পদোন্নতিসহ চিকিৎসকদের চার দাবি

চাকরিতে প্রথম যোগদান থেকে স্থায়ীকরণ এবং চলমান পদোন্নতির প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণসহ চার দফা দাবি জানিয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে স্মারকলিপি দেন তারা।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. জাকির হুসেইন ও সদস্যসচিব ডা. মো. জাহীদ ইকবাল সই করা স্মারকলিপিতে বলা হয়, ২০১০-২০১১ সালে অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হই। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকরা চাকরিতে প্রথম যোগদানের পর থেকেই নানা ধরনের অ্যাকাডেমিক, সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছি।
আরও পড়ুন
তারা বলেন, বর্তমানে চলমান পদোন্নতি প্রক্রিয়া থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকদের বাদ দেওয়ার অপচেষ্টা চলছে। এমতাবস্থায় সার্বিক বিষয়গুলো নিয়ে আপনাকে সদয় অবহিতকরণ এবং নিম্নলিখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার হস্তক্ষেপ কামনা করছি।
দাবিগুলো হলো
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী (অ্যাডহক/প্রকল্প থেকে পরবর্তীতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসক) চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে ক্যাডার পদে স্থায়ীকরণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যাডার, প্রকল্প ও অ্যাডহক চিকিৎসকদের পদোন্নতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য গঠিত কমিটির চলতি বছরের গত ১৪ জানুয়ারির সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার এবং এনক্যাডার সকল চিকিৎসককে বিদ্যমান শূন্যপদ, সুপারনিউমেরারি পদ এবং অন্যান্য সকল পদে পদোন্নতি দিতে হবে।
চিকিৎসকদের মধ্যে যাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নেই তাদের নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে প্রশাসনিক পদে (ইউএইচএফপিও ও ষষ্ঠ গ্রেডভুক্ত অন্যান্য পদ) পদায়নের ব্যবস্থা করতে হবে। অতিসম্প্রতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত ইউএইচএফপিও ও আরএমওদের মধ্যে যাদের অন্যায়ভাবে মেডিকেল অফিসার/সহকারী সার্জন হিসেবে পদ অবনমন করে বদলি করা হয়েছে তাদের অনতিবিলম্বে আদালতের রায় অনুযায়ী পূর্বপদে বহাল করতে হবে।
এএএম/বিএ/এমএস