ঈদের আগের দিন করোনায় আক্রান্ত নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৭ জুন ২০২৫
ফাইল ছবি

ঈদুল আজহার আগের দিনের (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কেউ সংক্রমিত হয়নি। শুক্রবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের খবর পাওয়া যায়নি। তবে চারজন সুস্থ হয়েছেন মর্মে খবর পাওয়া গেছে।

আগের দিন বৃহস্পতিবার (৫ জুন) কোভিড-১৯ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। ২৪ ঘণ্টায় ২১টি নমুনা পরীক্ষা করে ৩ জনকে কোভিড ১৯ আক্রান্ত পাওয়া গেছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন।

দেশে করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল ৬ জুন পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন।

এসইউজে/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।