মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের


প্রকাশিত: ০২:২০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬

ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অডিটোরিয়ামে আয়োজিত মেডিকেল ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

বিশেষজ্ঞরা বলেন, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রতিবন্ধীদের জীবন ব্যবস্থার মানোন্নয়নে মেডিটেক সম্মেলন সূদুর প্রসারী ভূমিকা রাখবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি  ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক ড. এম আনোয়ারুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মহিউদ্দিন ওসমানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রিজওয়ান খান। স্বাগত বক্তব্য রাখেন মেডিটেক ২০১৬ পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক খাজা ইফতেখার আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, অধ্যাপক শেখ আনোয়ারুল ফাত্তাহ, ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন।

দুই দিনব্যাপী সম্মেলনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডাসহ  ১২টি দেশের গবেষক ৪০টি রিসার্চ পেপার উপস্থাপন করবেন। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক, গবেষক ইউআইইউ ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে রয়েছে জাগো নিউজ।  

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।