সাংবাদিকদের জন্য ওষুধ প্রশাসনের কর্মশালা শুরু
ওষুধ প্রশাসন অধিদফতরের উদ্যোগে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর জার্নালিস্ট অ্যাবাউট ড্রাগ কন্ট্রোল ইন বাংলাদেশ’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার অধিদফতরের মহাখালীর প্রধান কার্যালয়ে শুরু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ভোধন করেন।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি মো.মোসাদ্দেক হোসেন, অধিদফতরের পরিচালক গোলাম কিবরিয়া ও রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালিক বলেন, জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন বা আমদানিতে ভ্যাট থাকছে না। প্রস্তাবিত বাজেটে এন্টিবায়োটিকসহ ৯৩ প্রকারের জীবনরক্ষাকারী ওষুধে ভ্যাট না রাখার প্রস্তাবনা রয়েছে।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প দ্রুত বিকাশমান। এ দেশের ওষুধ শিল্প বিশ্বমানের ওষুধ উৎপাদন করছে। ওষুধের মোট চাহিদার শতকরা ৯৮ ভাগ স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত হচ্ছে। বর্তমানে ইউএসএ ও ইউরোপসহ বিশ্বের ১২৭টি দেশে ওষুধ রফতানিও হচ্ছে।
কর্মশালায় ওভারভিউ অ্যাবাউট ন্যাশনাল রেগুলারেটরি অথরিটি অব ড্রাগস্, বাংলাদেশ, ডিফেনেশনস্ অব ডিফারেন্ট ড্রাগস (অ্যালোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, বায়োকেমিক অ্যান্ড হারবাল সিস্টেম), লাইসেন্সিং অ্যান্ড রেজিস্ট্রেশন অব ড্রাগস্, ইভ্যালুয়েশন অব ফার্মাসিউটিক্যালস্ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি/ফ্যাক্টরি, ফিল্ড লেবেল মনিটরিং (লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট ইলিগ্যাল ড্রাগস্ অ্যান্ড ইস্ট্যাবলিসমেন্টস), অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন (এডিআর), প্রাইসিং অব ড্রাগস্, হিস্টরি অব ড্রাগ ডেভেলপমেন্ট, এক্সটেন্ডেড অ্যাকটিভিটিজ অব ডিজিডিএ ও গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা হচ্ছে।
এমইউ/বিএ