করোনা চিকিৎসায় জেলা-উপজেলায় অনিয়ম পেলে ব্যবস্থার নির্দেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২২ জুলাই ২০২০

দেশের জেলা-উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে করোনা চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

সেখানে বলা হয়, করোনা চিকিৎসায় জালিয়াতি ও প্রতারণায় বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল, জেকেজি এবং শাহাবউদ্দিন মেডিকেলসহ একাধিক হাসপাতালের বিরুদ্ধে র‍্যাবের অভিযানে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি আলোচনায় এসেছে। জেলা উপজেলা পর্যায়ে ও করোনা পরীক্ষার সনদ এবং চিকিৎসার ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে।

এমতাবস্থায় করোনা পরীক্ষা ও চিকিৎসায় জেলা-উপজেলা পর্যায়ে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কোনো অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এমইউ/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।