এক সপ্তাহে নমুনা পরীক্ষা-শনাক্ত-মৃত্যু-সুস্থতার হার কমেছে
দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা ও মৃত্যুহার সবই কমেছে। সংক্রমণের ৫২তম সপ্তাহের (২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর) তুলনায় ৫৩তম সপ্তাহে (২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) নমুনা পরীক্ষা ছয় দশমিক ৯৭ শতাংশ, শনাক্ত ১৭.০৩ শতাংশ, সুস্থতা ৩৮.৬৬ শতাংশ এবং মৃত্যুহার ৮.০৬ শতাংশ কমেছে।
শনিবার ( ২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫২তম সপ্তাহে ৯৬ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৮ ৫৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। একই সপ্তাহে ১৪ হাজার ৮৮৭ জন সুস্থ হয় এবং ১৮৬ জনের মৃত্যু হয়।
৫৩তম সপ্তাহে ৯০ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৭ হাজার ৮৫ জন শনাক্ত এবং ৯ হাজার ১৩২ জন সুস্থ হয়ে ওঠেন এবং মৃত্যু হয় ১৭১ জনের।
এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩ জন মারা গেছে। এর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৯৯ জনে।
এমইউ/এমএইচআর/এমকেএইচ