প্রথম টিকা পাবেন স্বাস্থ্যকর্মী, উদ্বোধন ২৭ জানুয়ারি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২১

অডিও শুনুন

আগামী ২৭ জানুয়ারি দেশের ইতিহাসে ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণ। এ দিন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বহুল প্রতীক্ষিত করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

করোনাভাইরাস মোকাবিলায় পুনর্গঠিত মিডিয়া সেলের মুখপাত্র ডা. মো. রোবেদ আমিন শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ডা. রোবেদ আমিন বলেন, ২৭ জনুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এ তথ্য রয়েছে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান জানিয়েছিলেন, উদ্বোধনের দিন সুশীল সমাজের ২০-২৫ জন করোনা টিকা নেবেন।

উদ্বোধনের দিন সুশীল সমাজের প্রতিনিধিরা টিকা নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডা. মো. রোবেদ আমিন জানান, সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হয়েছে। উদ্বোধনের দিন সুশীল সমাজের প্রতিনিধিদের টিকা দেয়া হচ্ছে না। এদিন শুধু স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সম্মুখসারীর যোদ্ধারা করোনা টিকা নেবেন।

এমইউ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।