বিএসএমএমইউতে টিকা নিলেন আরও ১৮৩২ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০২১
ফাইল ছবি

চলমান লকডাউনের মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে শনিবার (২৪ এপ্রিল) এক হাজার ৮৩২ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৫৮৩ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৪৯ জন।

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৩৩১ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৯ হাজার ৬৯৬ জন।

এ কেন্দ্রে শনিবার টিকা নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।

বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ (২৪ এপ্রিল) পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ১১৪ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ পর্যন্ত ৯১ হাজার ৭৮৫ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।

অন্যদিকে করোনা ইউনিটে আজ (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আট হাজার ২৭১ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৮৮২ জন। বর্তমানে ভর্তি আছেন ১৭৯ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন।

এমইউ/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।