সিনোফার্মের পরীক্ষামূলক টিকাদান অব্যাহত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৯ মে ২০২১
ফাইল ছবি

দেশে চীনের সিনোফার্মের পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর চারটি সরকারি হাসপাতালে ৭৩৮ জন এ টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ৫৫৯ জন ও নারী ১৭৯ জন।

৭৩৮ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২০২ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৬ জন এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২১১ জন টিকা গ্রহণ করেন। এ নিয়ে মোট টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়াল এক হাজার ২৩৯ জনে। তাদের মধ্যে পুরুষ ৮০৫ জন ও নারী ৪৩৪ জন।

এক হাজার ২৩৯ জনের মধ্যে ঢামেক হাসপাতালে ৩৭৩ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৯৬ জন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১৬ জন এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৪ জন টিকা নেন।

গত ২৫ মে রাজধানীর চারটি হাসপাতালে সিনোফার্মের পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ঢামেক হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এমইউ/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।