শীতে অ্যালোভেরার যত্নে ত্বক থাকুক উজ্জ্বল ও সুস্থ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
এআই ছবি

শীতকাল অনেকের কাছেই আনন্দ আর উৎসবের সময়। তবে এই আনন্দে ছেদ পড়ে তখনই, যখন ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলতে শুরু করে। ত্বক শুষ্ক, রুক্ষ কিংবা নিস্তেজ দেখালে সাজপোশাক বা মেকআপ—কিছুই ঠিকমতো মানায় না। তাই শীত পড়ার সঙ্গে সঙ্গেই ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি হয়ে ওঠে।

শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক খুব দ্রুত তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। এর ফলে দেখা দেয় টানটান ভাব, চুলকানি, খসখসে ভাব ও প্রাণহীনতা। এই সব সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবে অ্যালোভেরা দীর্ঘদিন ধরেই ভরসার নাম। যুগ যুগ ধরে বিশ্বজুড়ে স্কিনকেয়ারে ব্যবহৃত এই উপাদান শীতকালে আরও কার্যকর হয়ে ওঠে।

শীতে ত্বক কেন ক্ষতিগ্রস্ত হয়
শীতের সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। এতে ত্বকের ময়েশ্চার ব্যারিয়ার দুর্বল হয়ে পড়ে এবং প্রাকৃতিক তেল নিঃসরণও কমে যায়। আবার ঠান্ডা এড়াতে অনেকেই নিয়মিত গরম পানিতে গোসল করেন, যা ত্বকের সুরক্ষামূলক লিপিড স্তর নষ্ট করে। এর সঙ্গে যোগ হয় ধুলাবালি ও দূষণ। সব মিলিয়ে ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি রুক্ষ ও বিবর্ণ দেখাতে শুরু করে, এমনকি বয়সের ছাপও দ্রুত ফুটে ওঠে।

শীতে অ্যালোভেরার যত্নে ত্বক থাকুক উজ্জ্বল ও সুস্থ

অ্যালোভেরা কীভাবে ত্বকের উপকার করে
অ্যালোভেরা একটি প্রাকৃতিক হাইড্রেটর হিসেবে কাজ করে। এতে থাকা পলিস্যাকারাইড ত্বকের ওপর এক ধরনের সুরক্ষা স্তর তৈরি করে, যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে ভিটামিন এ, সি ও ই, অ্যান্টি–অক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ মেরামতে সহায়ক।

অ্যালোভেরা ত্বকের জ্বালাপোড়া ও লালভাব কমায়, সংবেদনশীল ত্বককে শান্ত করে এবং তাৎক্ষণিক আরাম দেয়। শীতকালে ত্বক যখন সহজেই বিরক্ত হয়ে পড়ে, তখন অ্যালোভেরা তাকে পুনরুজ্জীবিত করে।

আরও পড়ুন:
ক্যাজুয়াল হলেও চোখে পড়ার মতো তটিনীর শীতের সাজ
হালকা শীতে যেসব পোশাকে দেখাবে স্টাইলিশ

শীতে অ্যালোভেরা ব্যবহারের সহজ উপায়
ময়েশ্চারাইজার হিসেবে: গোসলের পর অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা–গ্লিসারিন মিশ্রণ ত্বকে লাগালে তা দ্রুত শোষিত হয় এবং দীর্ঘক্ষণ ত্বক আর্দ্র রাখে। নিয়মিত ব্যবহার করলে শুষ্কতা ও খসখসে ভাব কমে।

রাতের যত্নে: ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে অ্যালোভেরা লাগালে সারা রাত ত্বক নিজেকে নতুন করে গড়ে তোলে। সকালে ত্বক দেখায় আরও সতেজ ও প্রাণবন্ত।

শীতে অ্যালোভেরার যত্নে ত্বক থাকুক উজ্জ্বল ও সুস্থ

হাত ও পায়ের যত্নে: শীতে হাত-পা সবচেয়ে বেশি রুক্ষ হয়। অ্যালোভেরা দিয়ে হালকা ম্যাসাজ করলে ত্বক নরম থাকে এবং ফাটাভাব কমে আসে।

ব্যবহারবিধি ও সতর্কতা
শীতের রুক্ষতা মোকাবিলায় অ্যালোভেরা একাই বেশ কার্যকর। তবে এর সঙ্গে গ্লিসারিন যুক্ত হলে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা আরও বাড়ে। বাজারে প্রস্তুত অ্যালোভেরা–গ্লিসারিন মিশ্রণও পাওয়া যায়, যা সরাসরি ব্যবহার করা সহজ। নিয়মিত ব্যবহারে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী হয় এবং ফিরে আসে কোমলতা ও দীপ্তি।

সঠিক যত্নে শীত আর ত্বকের শত্রু হবে না। অ্যালোভেরার প্রাকৃতিক সুরক্ষায় শীতজুড়েই ত্বক থাকবে স্বাস্থ্যোজ্জ্বল, নরম আর প্রাণবন্ত।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।