গবেষণা ও রোগ নির্ণয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
করোনাসহ বিভিন্ন ভাইরাসের গবেষণা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সোমবার (১২ জুলাই) শহীদ ডা. মিল্টন হলে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
ভাইরোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘কমপ্রিহেনসিভ হ্যান্ডস অন ট্রেনিং অন পিসিআর সিকোয়েন্সিং অ্যান্ড বেসিকস অফ বায়োইনফরমেটিকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাথমিকভাবে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিচ্ছেন। যারা দেশের বিভিন্ন স্থানে কোভিড-১৯ সহ বিভিন্ন ভাইরাসের গবেষণা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে কাজ করবেন। এই প্রশিক্ষণ কর্মসূচি চলমান থাকবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্টার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমইউ/জেডএইচ/