জ্বর হলেই করোনা ও ডেঙ্গু পরীক্ষার পরামর্শ
যেকোনো জ্বরের ক্ষেত্রে করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু (এনএস১ অ্যান্টিজেন) পরীক্ষার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুজ্বরের এনএস১ পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য করা হয়েছে।’
বুধবার (২৫ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ সার্বিকভাবে কাম্য মন্তব্য করে অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘প্রত্যেকেই যদি নিজ নিজ বাড়ি বা বাসার যেকোনো জমানো পানি (ফুলের টব, ফ্রিজের নিচ, পানির ট্যাংক) তিনদিনের মধ্যে ফেলে দেই, তবে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রণে আনা সহজ হবে।’
তিনি বলেন, বর্তমানে নগরবাসীর দিন-রাত সবসময় অবশ্যই মশারি ব্যবহার করা উচিত। এছাড়া ছোটদের বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠদের শরীর ঢেকে থাকে এমন পোশাক পরিধান করা অত্যাবশ্যক।’
এমইউ/ইএ/এএসএম