শাহজালালে ল্যাব স্থাপন কাজ দেখতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

প্রবাসীকর্মী ও অন্য যাত্রীদের দ্রুত সময়ে করোনা নমুনা পরীক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিতব্য আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ পরিদর্শনে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে তিনি কাজের অগ্রগতি দেখতে বিমানবন্দরে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের নির্দেশে বিমানবন্দরের ভেতরে এক নম্বর টার্মিনাল সংলগ্ন স্বাস্থ্য অধিদপ্তর ডেস্কের পাশেই ছয় প্রতিষ্ঠানের ল্যাব নির্মাণের কথা রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমোদন দিলেও স্বাস্থ্যপ্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরির অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। আগামী মঙ্গল-বুধবারের মধ্যেই সব প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাব পূর্ণাঙ্গরূপে চালু হওয়ার কথা রয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিমানবন্দরের ভেতরে ডিএফএমআর নামে একটি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতগামী ৪৬ যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। যাত্রার ছয় ঘণ্টা আগে তাদের পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়। এরপর এমিরেটসের একটি ফ্লাইটে তারা আমিরাত গমন করেন। সেখানে পৌঁছানোর পর তাদের ফের করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ না এলে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, যে ৪৬ জন যাত্রী আমিরাত গেছেন তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরের ভেতরে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ল্যাব স্থাপনের জন্য অবকাঠামো নির্মাণ কাজ এগিয়ে চলেছে।

এমইউ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।