২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

দেশে ক্রমেই কমছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৪জনের মৃত্যু হয়েছে, যা ১১৯ দিনে সর্বনিম্ন। এছাড়া এ দিন দেশের আট বিভাগের মধ্যে বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪জনের মধ্যে ১০জন ও নারী ১৪জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১১জন, চট্টগ্রাম ছয়জন, খুলনা ও সিলেট বিভাগে তিনজন করে এবং রংপুর বিভাগের একজনের মৃত্যু হয়। অন্য তিন বিভাগ বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৩৭ জনে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমইউ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।