একদিনে টিকা নিলেন আরও সাড়ে চার লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৮ পিএম, ০২ অক্টোবর ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সাড়ে চার লাখেরও বেশি মানুষ টিকাগ্রহণ করেছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ কোটি সাত লাখ ৩২৮ জনে।

তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ৫৮৫ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৭৪৩ জন।

শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন চার লাখ ৫৫ হাজার ৭৩ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৪১ হাজার ৫৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১৩ হাজার ৪৯৫ জন।

এদিকে, শনিবার পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন পাঁচ কোটি এক লাখ ৭১ হাজার ৮৮৮ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি ৯৫ লাখ ২৬ হাজার ৩৩৯ জন এবং পাসপোর্টের মাধ্যমে ছয় লাখ ৪৫ হাজার ৫৪৯ জন নিবন্ধন করেছেন।

গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এমইউ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।