২৪ ঘণ্টায় পাঁচ বিভাগে মৃত্যু নেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৫ অক্টোবর ২০২১

 

করোনা ‘ঝুঁকিমুক্ত’ হওয়ার কাছাকাছি দেশ। ক্রমেই কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে নয়জনের মৃত্যু হয়েছে। এ দিন দেশের আট বিভাগের মধ্যে বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে পুরুষ চারজন ও নারী পাঁচজন। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘন্টায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে দুজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ শুক্রবার (১৫অক্টোবর )পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়ে সর্বমোট ২৭ হাজার ৭৪৬জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আর ১৫ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে।

এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬২৯ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৩২ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৫৭৮ জন, বরিশাল বিভাগে ৯৪৩ জন, সিলেট বিভাগে ১ হাজার ২৫৯ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৬১ জন ও ময়মনসিংহ বিভাগে ৮৩৯ জন মারা গেছেন।

এমইউ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।