২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন সাড়ে ৭ লাখের বেশি মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২১ অক্টোবর ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ লাখ ৫৪ হাজার ৫৮১ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ গ্রহীতার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ২১৪ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহীতার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৩৬৭ জন।

প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ৬৭৩ জন ও নারী ১ লাখ ৯৯ হাজার ৫৪১ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ২৫৮ জন ও নারী ১ লাখ ৭৬ হাজার ১০৯ জন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।

আজ পর্যন্ত টিকা নিতে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৩১ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ২৬২ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৮৫ হাজার ৭৬৯ জন নিবন্ধন করেছেন।

এমইউ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।