করোনা শনাক্তের হার ১.৪৯ শতাংশ
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা রোগী শনাক্তের হার কিছুটা কমেছে। এসময় শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৪৯ শতাংশ। এর আগের দিন শনিবার (২৩ অক্টোবর) শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৫ শতাংশ।
সবশেষ রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ২৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা শনাক্ত বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে।
২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫ দশমিক ৩৪ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৮৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।
একই সময়ে নতুন করে করোনায় মারা গেছেন ৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯ জনের মধ্যে দশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং ৯০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন।
এছাড়া মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রামের ২ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৫ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
এমইউ/জেডএইচ/জেআইএম