করোনার টিকাগ্রহীতার সংখ্যা ছয় কোটি ছাড়ালো

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৫ অক্টোবর ২০২১
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুরোধে চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করার পর থেকে এ পর্যন্ত সারাদেশে ছয় কোটির বেশি মানুষ টিকা নিয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) পর্যন্ত টিকা নেওয়া মানুষের সংখ্যা মোট ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে। মোট টিকাগ্রহীতার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। একই সময়ের মধ্যে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৮২২ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৯৮ হাজার ১৬৮ জন নিবন্ধন করেছেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৭ লাখ ২২ হাজার ৫৮২ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ১৮১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৪০১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ অক্টোবর পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৬০৫ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮০ লাখ ২১ হাজার ৩১৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ৩৮ হাজার ২৮৬ জন। ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ২১২ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৮১ হাজার ১৬৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ হাজার ৪৮৯ জন।

সিনোফার্মের দুই ডোজ টিকা নিয়েছেন ৪ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩২৩ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৭৭৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৫৪৮ জন। এছাড়া মর্ডানার দুই ডোজ টিকা নিয়েছেন ৫২ লাখ ৭৮৩ জন। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৬ লাখ ৯৮ হাজার ১৯২ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ লাখ ২ হাজার ৫৯১ জন।

এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।