টিকা পেলেন আরও পৌনে ৬ লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৬ অক্টোবর ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ লাখ ৭৮ হাজার ১৪২ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহিতার সংখ্যা তিন লাখ ৩০ হাজার ৮৬৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৪৭ হাজার ২৭৪ জন।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহিতার সংখ্যা বেড়ে ছয় কোটি ২০ লাখ ৬৭ হাজার ৮৯৫ জনে দাঁড়ালো। এর মধ্যে চার কোটি ৯৫ লাখ আট হাজার ৫৫৬ জন প্রথম ডোজ এবং দুই কোটি ১১ লাখ নয় হাজার ৩৩৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা।

সবশেষ ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহিতার মধ্যে পুরুষ এক লাখ ৬১ হাজার ৫৭৩ জন ও নারী এক লাখ ৬৯ হাজার ২৯৫ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহিতার মধ্যে পুরুষ এক লাখ ২৯ হাজার ৮১ জন ও নারী এক লাখ ১৮ হাজার ১৯৩ জন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

গণটিকাদান শুরুর পর ২৬ অক্টোবর পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৬৮১ জনে। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ৫৩০ জন ও পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেন আট লাখ ২৮ হাজার ১৫১ জন।

এমইউ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।