করোনায় মৃত্যু নেই পাঁচ বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১২ নভেম্বর ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে।

একদিনে দেশের আট বিভাগের মধ্যে শুধু তিন বিভাগ—ঢাকায় দুইজন, চট্টগ্রামে দুইজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে বাকি পাঁচ বিভাগ—রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কোনো রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়। করোনায় আজ পর্যন্ত মারা যাওয়া ২৭ হাজার ৯১২ জনের বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে, ৮৪৪ জনের।

এছাড়া চট্টগ্রামে পাঁচ হাজার ৬৬৮ জন, রাজশাহীতে দুই হাজার ৪৬ জন, খুলনায় তিন হাজার ৬০৩ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৬৭ জন ও রংপুর বিভাগে এক হাজার ৩৬৫ জন মারা গেছেন।

এমইউ/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।