টিকা পেলেন আরও ৪ লাখ ৮১ হাজার মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৬ এএম, ১৪ নভেম্বর ২০২১

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৮১ হাজার ৩৫ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ১১ হাজার ১৫৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭০ হাজার ৫৭৩ জন।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৫৪ জনে। এর মধ্যে প্রথম ডোজ ৫ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৮৬৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৫ হাজার ১৯০ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহিতা ২ লাখ ১১ হাজার ১৫৯ জনের মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৫১৭ জন ও নারী ১ লাখ ৪ হাজার ৬৪২ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহিতা ২ লাখ ৭০ হাজার ৫৭৩ জনের মধ্যে পুরুষ ১ লাখ ৩৬ হাজার ৬৮৯ জন ও নারী ১ লাখ ৩৩ হাজার ৮৮৪ জন।

শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

সারাদেশে টিকাদান শুরুর পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা পেতে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৬৫৬ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৬ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৫০৮ জন ও পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেন ৯ লাখ ৪৭ হাজার ১৪৮ জন।

এমইউ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।