২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই ৫ বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৮ নভেম্বর ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় তিনজন, চট্টগ্রামে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়। এসময়ে অবশিষ্ট পাঁচ বিভাগ- রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনায় মৃত ২৭ হাজার ৯৩৯ জনের মধ্যে বিভাগওয়ারী পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়। সবচেয়ে কম মৃত্যু হয় ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন।

এছাড়া চট্টগ্রামে ৫ হাজার ৬৭৩ জন, রাজশাহীতে ২ হাজার ৪৯ জন, খুলনায় ৩ হাজার ৬০৪ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে ১ হাজার ২৭০ জন এবং রংপুর বিভাগে ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়।

এমইউ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।