টিকা নিয়েছেন আরও ৯ লাখেরও বেশি মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩০ এএম, ১৫ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন আরও ৯ লাখ পাঁচ হাজার ৮০৫ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা তিন লাখ ৩৮ হাজার ৫৫৯ জন এবং দ্বিতীয় ডোজের পাঁচ লাখ ৬৭ হাজার ২৪৬ জন।

প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ৭০ হাজার ৮০০ জন ও নারী এক লাখ ৬৭ হাজার ৭৫৯ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই লাখ ৬০ হাজার ৮৭০ জন ও নারী তিন লাখ ছয় হাজার ৩৭৬ জন।

গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্টাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১১ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের ছয় কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৪৯ জন ও দ্বিতীয় ডোজের চার কোটি ৪১ লাখ ৬২ হাজার ৬৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৫৪ লাখ ১৮ হাজার ২৬৫ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সাত কোটি ৪০ লাখ ১১ হাজার ৬৭২ জন, পাসপোর্টের মাধ্যমে এক কোটি ১২ লাখ আট হাজার ৭৬১ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে দুই লাখ ৭৭ হাজার ৮৩২ জন নিবন্ধন করেন।

এমইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।