চট্টগ্রামের ৫০০ দোকানি পেলেন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১

চট্টগ্রাম নগরের অন্যতম ব্যবসায়ী এলাকা টেরিবাজারের ৫০০ দোকানদারকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে টেরিবাজার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে দুই দিনব্যাপী এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।

এ সময় তিনি বলেন, ব্যবসায়ী ও কর্মচারীরা সুরক্ষিত না থাকলে আমরা সুরক্ষিত থাকবো না। দেশের অর্থনীতির চাকাও সচল থাকবে না। সরকারের নির্দেশনায় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার নির্দিষ্ট কার্ডে লিখে টিকা দেওয়া হচ্ছে। প্রথমদিন টেরিবাজারের ৫০০ ব্যবসায়ী-কর্মচারীকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল আরও দুই হাজার ব্যবসায়ী-কর্মচারীকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
করোনা থেকে রক্ষা পেতে হলে সবাইকে ভ্যাকসিনের আওতায় আসতে হবে। নিজে ভ্যাকসিন নিয়ে অন্যকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ সামজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। জমাসমাগম ঘটে এমন সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান।

মিজানুর রহমান/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।