জুনের মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকাদানের আশা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০২ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

আগামী জুনের মধ্যে ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা প্রদান করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

রোববার (২ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এরই মধ্যে ৬০ শতাংশ মানুষকে প্রথম ডোজের ও ৪০ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। বিশেষ করে হেলথ ওয়ার্কার ও ৬০ বছরের অধিক বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ক্রমান্বয়ে বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হবে।

অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, চলতি মাসে ৪ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে। দুদিন আগেও ২ কোটি ডোজ টিকা পাওয়া গেছে। টিকার কোনো সংকট নেই। ৬০ বছরের অধিক বয়সী ও বিভিন্ন রোগে আক্রান্তদের বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানান তিনি।

এই কর্মকর্তা জানান, এ পর্যন্ত দেশে সাতজন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ব্যক্তিগত শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি (মুখে মাস্ক, ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজ করা, জনসমাগম এড়িয়ে চলা, খোলামেলা স্থানে থাকা) মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওমিক্রনসহ যত ভ্যারিয়েন্টই আসুক না কেন মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নিলে তা থেকে মুক্ত থাকা যাবে। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রনে সংক্রমণ বেশি  হলেও মৃত্যুঝুঁকি অপেক্ষাকৃত কম বলে তিনি জানান।

দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইইডিসিআরসহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে।

এমইউ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।