অনলাইনে চলবে চমেকের ক্লাস, খোলা থাকবে আবাসিক হল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২২ জানুয়ারি ২০২২

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে চলমান পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সামনে পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখনো নেয়নি কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষার্থীদের আবাসিক হল খোলা থাকবে।

শনিবার (২২ জানুয়ারি) এসব সিদ্ধান্তের কথা জানান চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

তিনি বলেন, ‘দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে বৈঠকে বসে চমেক প্রশাসন। বৈঠকে চমেকের একাডেমিক কার্যক্রম সশরীরে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় অনলাইনে ক্লাস নেওয়া হবে। কলেজের বিভিন্ন বর্ষে চলমান পরীক্ষাগুলো মোটামুটি শেষের দিকে। ভাইভা বাকি আছে। স্বাস্থ্যবিধি মেনে সেগুলো সশরীরে নেওয়া হবে।’

অফিসিয়াল কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চমেকে অফিসিয়াল কার্যক্রম আগের মতো চালু থাকবে। এক্ষেত্রে নতুন করে কোনো নির্দেশনা নেই।’

জানা গেছে, শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারিও করা হয়েছে।

মিজানুর রহমান/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।