রাজধানীতে দুই সপ্তাহে আক্রান্তদের ৬৯ শতাংশই ওমিক্রন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২২

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বেড়েই চলেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

ডিসেম্বরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও জানুয়ারির প্রথম দুই সপ্তাহে আক্রান্তদের ৬৯ শতাংশই ওমিক্রন। এই সময়ে ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়।

সোমবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠান’ বাংলাদেশের (আইসিডিডিআর’বি) এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দেশে ২০২১ সালের ৬ ডিসেম্বর ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। ডিসেম্বর মাসে আইসিডিডিআরবি’র ল্যাবরেটরিতে ৭৭ জন করোনা পজিটিভ রোগীর পরীক্ষা করলে মাত্র পাঁচজন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া যায়।

পরবর্তীতে ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ৬৩ হাজার ৯২২ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৪১৩ জন (২১ শতাংশ) করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রন।

এমইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।