২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন সাড়ে ৭ লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০১ এএম, ১৭ মার্চ ২০২২
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারিভাবে চলছে টিকাদান কর্মসূচি। এর আওতায় রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (১৬ মার্চ) সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮৬ হাজার ৯৭৯ জন। এছাড়াও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৫৯৯ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৫২ জন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৭ লাখ ৫৮ হাজার ৬৩০ ডোজ। এ নিয়ে সারাদেশে মোট টিকা দেওয়া হয়েছে ২২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৪৬ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৬৩ লাখ ৮ হাজার ৬৪৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৮৮৩ জন। এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন ৫৫ লাখ ২৭ হাজার ৫১৫ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

বর্তমানে দেশে মোট ছয় ধরনের টিকা দেওয়া হচ্ছে। টিকাগুলো হলো- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মর্ডানা, সিনোভ্যাক এবং জনসন অ্যান্ড জনসন।

এমইউ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।