ঢাকা কলেজ কেন্দ্রে কঠোর তল্লাশির মাধ্যমে পরীক্ষার্থী প্রবেশ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ১০:২৯ এএম, ০১ এপ্রিল ২০২২

সারাদেশে একযোগে সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। চলবে বেলা ১১টা পর্যন্ত। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রের সামনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (০১ এপ্রিল) রাজধানী ঢাকা কলেজ কেন্দ্রের সামনে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রের সামনে ভিড় করছে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকরা। কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘড়ি, ব্যাগ, মোবাইলসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। শিক্ষার্থীদেরকে দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে।

ঢাকা কলেজ কেন্দ্রে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার রশিদ জাগো নিউজকে বলেন, ঘড়ি, ব্যাগ, মোবাইলসহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আমরা কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছি না। প্রশাসন সতর্ক রয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ও কেন্দ্রের পরিবেশ অত্যন্ত ভালো।

jagonews24

এবার এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। এ বছর মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। সারাদেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছের ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় নিয়েছেন। আর ঢাকা কলেজ কেন্দ্রে অংশ নিয়েছেন তিন হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৫ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও ১৬ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি'র টাকা জমা নেওয়া হয়।

মো.নাহিদ হাসান/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।