৩ মাসে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকেন পক্সে মৃত্যু ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৪ জুন ২০২২

রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরের ১৫ মার্চ থেকে জুন পর্যন্ত ৮১ দিনে চিকেন পক্সে আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুন) মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান।

ডা. মিজানুর রহমান বলেন, মার্চ থেকে জুন পর্যন্ত আমাদের হাসপাতালে চিকেন পক্সে আক্রান্ত হয়ে ১৬০ জন চিকিৎসা নিয়েছেন। এ সময়ের মধ্যে ছয়জন মারা গেছেন। অবহেলায় এ রোগ অনেক সময় নিউমোনিয়ায় রূপান্তরিত হচ্ছে। নিউমোনিয়ায় আক্রান্তদের মধ্যে শিশু ও মধ্যবয়সীদের সংখ্যা বেশি। প্রাপ্তবয়স্কও আছেন।

এ রোগে যারা মারা গেছেন তাদের শরীরে অন্যান্য রোগও ছিল। অনেকে এ রোগে আক্রান্ত হওয়ার পর বাসায় অবস্থান করেন। অবস্থা খারাপ হলে হাসপাতালে আসেন তারা।

তিনি বলেন, চিকেন পক্স হলে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া এ বছর চিকেন পক্সে অতিরিক্ত সংক্রমণ হয়েছে কি না তাও খতিয়ে দেখতে হবে বলে জানান তিনি।

চিকেন পক্সের ভাইরাস শরীরে প্রবেশ করার ৫ থেকে ৭ দিনের মধ্যে শরীরে ফুসকুঁড়ির সৃষ্টি করে। সেটা ধীরে ধীরে জলভরা ফোস্কার মতো আকার নেয়। পরে ফোস্কার ভেতরের রস ঘন হয়ে পুঁজের মতো হয়। ৭-১০ দিন পর থেকে তা শুকাতে থাকে।

এএএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।