চট্টগ্রামে আরও ৫৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৯ জুন ২০২২
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৭ হাজার ১৩৬ জনে। শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। চট্টগ্রামে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের।

বুধবার (২৯ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার চট্টগ্রামে ৬৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ওইদিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৫২১ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এর মধ্যে ৪৬ জন নগরের এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জন, অ্যান্টিজেন টেস্টে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জন, শেভরণ হাসপাতালের ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১ জন, ল্যাব এইডের ল্যাবে ১০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩ জন এবং এভারকেয়ার হাসপাতালে ৯ জনের করোনা শনাক্ত হয়।

ইকবাল হোসেন/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।