আইসিডিডিআরবিতে ১৬ ঘণ্টায় ২৫৪ ডায়রিয়ার রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৫ আগস্ট ২০২২

রাজধানীতে দিন দিন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ১৬ ঘণ্টায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ভর্তি হয়েছেন ২৫৪ জন। তাদের মধ্যে বেশিরভাগই প্রাপ্তবয়স্ক।

আইসিডিডিআরবির তথ্যমতে, গত ২৪ ঘণ্টার হিসাবে শুক্রবার (৫ আগস্ট) দুপুর ৪টা পর্যন্ত ১৬ ঘণ্টায় হাসপাতালটিতে ২৫৪ জন ভর্তি হয়েছেন। আজ রাতের মধ্যে এ সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে যেতে পারে। তবে, আক্রান্তের সংখ্যা জুলাইয়ের তুলনায় বেশি।

এ বছরের মার্চ ও এপ্রিলের দিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ঊর্ধ্বমুখী। এসময় আইসিডিডিআরবিতে প্রতিদিন হাজারেরও বেশি রোগী ভর্তি হতো। সেই তুলনায় জুন-জুলাইয়ে কিছুটা কমলে বর্তমানে ফের বাড়ছে। আগস্টের শুরু থেকে ফের বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। তবে, বর্তমানে আক্রান্তের বেশিরভাগই প্রাপ্তবয়স্ক।

jagonews24

আইসিডিডিআরবি বলছে, আগস্টের শুরু থেকে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। এ মাসের প্রথম দুদিন রোগীর সংখ্যা ছিল ৩৪০ ও ৩৪২ জন। তৃতীয়দিন তা বেড়ে ৩৯৩ জনে দাঁড়ায়। এরপর দিন ৪ আগস্ট ৩৯৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

আইসিডিডিআরবি হাসপাতালের ক্লিনিক্যাল ফেলো ডা. সিফাত আহমেদ চৌধুরী জাগো নিউজকে জানান, আগস্টে সাধারণত বয়স্ক রোগীর সংখ্যা বাড়ে। এখন যারা ভর্তি হচ্ছেন তাদের অনেকের পানি শূন্যতা রয়েছে। দশ বছরের নিচের রোগীর সংখ্যা খুবই কম।

তিনি জানান, এ মুহূর্তে শিশু আক্রান্তের সংখ্যা কম। তবে, নভেম্বরের দিকে ফের বাড়তে পারে। অক্টোবর থেকে নভেম্বরের দিকে শিশুরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়। আমরা সেই বিষয়টি মাথায় রেখেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

এএএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।