সমাজকল্যাণমন্ত্রী
শ্রবণ-বাকপ্রতিবন্ধী শিশুদের কক্লিয়ার ইমপ্ল্যান্ট বরাদ্দ বাড়ছে
কক্লিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, শ্রবণ-বাকপ্রতিবন্ধী শিশুদের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্টের বরাদ্দ বাড়ানো হচ্ছে।
শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে এক সেমিনার এ কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুন: বিএসএমএমইউতে চালু হবে ক্যানসার সেন্টার: উপাচার্য
কক্লিয়ার ইমপ্ল্যান্ট হলো বিশেষ এক ধরনের যন্ত্র, যা প্রতিস্থাপনের মাধ্যমে মানুষ তার শোনার ক্ষমতা ফিরে পেতে পারে। এটি একটি ব্যয়বহুল ডিভাইস।
এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের কথা ভাবেন বলেই শিশুদের জন্য তিনি ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্ল্যান্ট চালু করেন। ভবিষ্যতে এ বরাদ্দ আরও বাড়ানো হবে।
আরও পড়ুন: স্বাস্থ্যসেবায় জাপানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিএসএমএমইউ’র সমঝোতা
মন্ত্রী বলেন, কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মানবিক উদ্যোগ। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ কর্মসূচি ভূমিকা রাখছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ আরও অনেকে।
এএএম/জেডএইচ/এমএস