দেশের ২৫ শতাংশ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৫ মার্চ ২০২৩

মানুষের গলার দুপাশে থাকা বিশেষ গ্রন্থি শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন (থাইরয়েড হরমোন) উৎপাদন করে। এ হরমোনের নির্দিষ্ট মাত্রা থাকে। যখন সেই মাত্রা কম বা বেশি হয় তখন শরীরের ওপর এর বিরূপ প্রভাব পড়ে। বর্তমানে বাংলাদেশে ২৫ শতাংশ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত। এ রোগ সম্পর্কে দেশের সাধারণ মানুষের ধারণাও কম।

শনিবার (২৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিনামূল্যে থাইরয়েড স্ক্রিনিং ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম এ তথ্য জানান।

তিনি বলেন, সচেতনতার অভাবে থাইরয়েড রোগ সম্পর্কে মানুষের ধারণা নেই বললেই চলে। বাচ্চাদের মেধা বিকাশের জন্য এ রোগ সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আগামী ২৫ মে ডিআরইউতে আবারও থাইরয়েড রোগের স্ক্রিনিং ক্যাম্প করা হবে বলে জানান ডা. শাহাজাদা সেলিম।

ডিআরইউর এ আয়োজনে সহযোগিতা করেছে ইউথাইরয়েড (থাইরয়েড টাস্ক ফোর্স) ও বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটি। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।

এএএম/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।