বিএসএমএমইউ’র রেসিডেন্টরাই দেশসেরা: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ এএম, ০৬ জুন ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্টরাই সেরা বলে উল্ল্যেখ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এ রেসিডেন্টরাই এক সময় দেশের বিশেষজ্ঞ চিকিৎসক হবে, দেশসেরা শিক্ষক হবে। আমাদের রেসিডেন্টরাই সেরা- এ কথা এরইমধ্যে প্রমাণিত। এজন্য নিজেদের সম্মান রাখার জন্য নিয়ম মেনে সবাইকে কাজ করতে হবে।’

সোমবার (৫ জুন) বিএসএমএমইউ’র সি-ব্লকের শিশু সার্জারি বিভাগের শ্রেণিকক্ষে শিশু সার্জারি বিভাগের ‘ইয়ারবুক ২০২২’-এর মোড়ক উন্মোচন ও ৫০তম লিভার রিসেকশন হেপাটোব্লাসমা উদযাপন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ইয়ারবুক করা একটি বিভাগের জন্য বড় কাজ। বিগত দিনে আমরা কী কী করেছি, তার একটি দলিল হলো ইয়ারবুক। আমরা কে, কী করি, তা অন্যরা জানেন না। ইয়ারবুকের মাধ্যমে একটি বিভাগে কী হয়, তা জানা যায় এবং অন্যদের জানানো যায়। এটি এক সময়ে ঐতিহাসিক ও স্মৃতির রোমন্থনের স্মারক হবে। কারণ এক সময় আমরা কেউ থাকবো না, থাকবে ইয়ারবুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, পরিচালক (হাসপতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুশংকর কুমার মণ্ডল।

এএএম/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।