আঁখি ও নবজাতকের মৃত্যু

ডা. সংযুক্তাসহ জড়িতদের লাইসেন্স বাতিল করে গ্রেফতার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২১ জুন ২০২৩
মৃত মাহবুবা রহমান আঁখি ও ডা. সংযুক্ত সাহা/ছবি: সংগৃহীত

রাজধানীর সেট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগ তুলে ডা. সংযুক্ত সাহা ও জড়িত চিকিৎসকদের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে তাদেরকে গ্রেফতার ও সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স বাতিলের দাবিও জানানো হয়।

বুধবার (২১ জুন) আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে এ দাবি জানিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন- ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান ও ইডেন কলেজের শিক্ষার্থী মুনিরা।

আরও পড়ুন>> আমার সুনামকে পুঁজি করে অনৈতিক কাজ করেছে সেন্ট্রাল হাসপাতাল: ডা. সংযুক্তা

স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা সবাই অবগত আছি যে, রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসার কারণে ইডেন কলেজের মেধাবী শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তানের মৃত্যু হয়।

স্মারকলিপিতে যে ও দাবির পক্ষে যে যুক্তি দেওয়া হয়েছে—

>> সেন্ট্রাল হসপিটালের ভুল চিকিৎসার মাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও নবজাতক শিশুকে হত্যাকারী অভিযুক্ত ডা. সংযুক্তাসহ জড়িত চিকিৎসকদের লাইসেন্স বাতিল করে দ্রুত গ্রেফতার করতে হবে।

>> সেন্ট্রাল হাসপাতালকে মাহবুবা রহমান আঁখির পরিবারকে দুই কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন>> সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করলো সেন্ট্রাল হাসপাতাল

>> শুধু ইডেন কলেজের শিক্ষার্থী আঁখিই নয়, সেন্ট্রাল হসপিটালের ভুল চিকিৎসায় ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আফিয়া জাহানের মৃত্যু হয়। পরে সেন্ট্রাল হসপিটালের তৎকালীন পরিচালকে গ্রেফতার করা হয়। সুতরাং আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেজন্য সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স বাতিল করতে হবে।

>> ডা. সংযুক্তা সাহার অধীনে সেন্ট্রাল হসপিটালে ভর্তি হয়েছিলেন মাহবুবা রহমান আঁখি। সুতরাং ভুল চিকিৎসায় মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তানের মৃত্যুর দায় কোনোভাবেই তিনি এড়াতে পারেন না।

এমএএস/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।