তিন জেলায় নতুন সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

তিন জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সিলেট, মাগুরা ও পাবনা জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনাল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়ালো

নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে পাবনা জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীকে সিলেটে, মাগুরার ডা. শহীদুল্লাহ দেওয়ানকে পাবনায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. শামীম কবিরকে মাগুরার দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের তিন কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। বদলি ও পদায়ন করা কর্মকর্তারা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্মদিবসে বর্তমানে কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।’

এএএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।