চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাকিব হাসান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণ মারা যান।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত জানুয়ারি থেকে এ বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭ হাজার ৮২০ জন। আক্রান্তদের বর্তমানে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে ৩৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট ৭ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত রোববারের (১৭ সেপ্টেম্বর) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, শনাক্তদের মধ্যে ৮৩ জন সরকারি হাসপাতালে এবং ৬০ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে সনাক্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২৯ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ২৮ জন, চট্টগ্রাম কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ২৮ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ১৮ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১১ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুমন বড়ুয়া জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।শুক্রবার ওই তরুণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ইকবাল হোসেন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।