জনসম্পৃক্ত গবেষণা আরও বাড়াতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও সংখ্যা অনেক বেড়েছে। দেশের প্রয়োজনে জনসম্পৃক্ত গবেষণা আরও বাড়াতে হবে। এতে করে দেশের মানুষ উপকৃত হবেন।

সোমবার (১৮ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘ট্রেইনিং অন আইআরবি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ রিভিউ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় বিএসএমএমইউ ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) সদস্য রিভিউয়ারদের বিস্তৃত গবেষণার লক্ষ্যে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গবেষণা খাতে বাজেট বরাদ্দ বাড়িয়েছি। আমি আসার পর গবেষণা বরাদ্দ ৩ কোটি টাকা থেকে ৩২ কোটি টাকায় উন্নীত করেছি। গবেষণায় অংশ নিতে গবেষকদের উদ্বুদ্ধ করেছি। আমরা এসব কাজে ইতিবাচক ফল পেয়েছি।’

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চলানা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রোক্রাইনোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম।

এএএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।