ডেঙ্গু সচেতনতায় ব্যতিক্রমী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। ডেঙ্গু থেকে বাঁচতে তাই ভিন্নধর্মী প্রচারণায় নেমেছেন সাইফুল্লাহ নবীন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখা মেলে এই ব্যক্তির। হাতে বড় একটি প্ল্যাকার্ড নিয়ে একাই দাঁড়িয়েছেন রাস্তায়। মূলত তিনি একজন চিত্রশিল্পী। তবে লেখালেখিও করেন। বেশ কিছু বইও আছে তার।

এই ব্যক্তির হাতে থাকা প্ল্যাকার্ডে বড় আকৃতির একটি এডিশ মশার ছবি আঁকা। ছবিটি তিনি নিজেই এঁকেছেন। প্ল্যাকার্ডে লেখা আছে, ‘ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন ডেঙ্গু থেকে মুক্ত থাকুন।‘ ডেঙ্গু এখন তেলেসমাতি; রোগীদের নাই কোনো গতি; হাসপাতালে যদিও যাই; সেখানে মিলছে না কোনো ঠাঁই।’

সাইফুল্লাহ নবীন জাগো নিউজকে বলেন, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে জনসচেতরতার জন্য কাজ করি। মূলত মানুষকে সচেতন করাই আমার মূল উদ্দেশ্য। আমার কারণে যদি একজন মানুষও সচেতন হয় সেটিই আমার স্বার্থকতা। ডেঙ্গুর প্রকোপ সারাদেশে যেভাবে বাড়ছে তাতে জনগণের সচেতনতা ছাড়া কোনো উপায় নেই। তাই আমি রাস্তায় দাঁড়িয়েছি।

এমএনএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।