ডিপিআরসি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

অপ্রয়োজনে রোগী ভর্তি ও চিকিৎসক না থাকাসহ নানা অসংগতি থাকায় রাজধানীর শ্যামলীতে ডিপিআরসি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চলমান অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক হাবিবুল আহসান তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেয়। অন্য সদস্যের মধ্যে ছিলেন উপ-পরিচালক শেখ দাউদ আদনান, সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন, মেডিকেল অফিসার মো. সালেহিসহ আরও তিন অতিরিক্ত পরিচালক।

অভিযানে হাসপাতালটি বন্ধের কারণ হিসেবে হাবিবুল আহসান তালুকদারের জানান, হাসপাতালটিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে। এছাড়া নেই পর্যাপ্ত চিকিৎসক। এছাড়া হাসপাতালের পরিচালক চিকিৎসক না হয়েও ডাক্তার নাম ব্যবহার করছেন। মূলত তিনি একজন ফিজিওথেরাপিস্ট।

এছাড়া অনেক চিকিৎসকের ভুয়া নাম ব্যবহার করে এ হাসপাতাল পরিচালনা করছেন তিনি। এছাড়াও হাসপাতালের অনুমোদনে যে চিকিৎসকের নাম ব্যবহার করা হয়েছে তিনি নিজেই জানেন না এ বিষয়ে।

মৌখিক ভাবে হাসপাতাল বন্ধ করা হয়েছে। আমরা তাদের কালকে চিঠি দেবো। এর পরিপ্রেক্ষিতে তারা এরপর আইনানুগ ব্যবস্থা নিতে চাইলে নিতে পারবে।

এএএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।