অভিযানে বন্ধ হলো ১৬৪ অবৈধ হাসপাতাল ও ক্লিনিক, জরিমানা অর্ধকোটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

সারাদেশে অভিযান চালিয়ে ১৬৪টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া জরিমানা করা হয়েছে ৪৯ লাখ ৫ হাজার টাকা।

অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. হাবিবুল আহসান তালুকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সম্প্রতি শুরু হওয়া এ অভিযানে গত রোববার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে দুই হাজার ৪৬টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

অভিযানে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে ঢাকায় ৩৬টি। এছাড়া চট্টগ্রামে ৩৩টি, রংপুরে ১৪টি, রাজশাহীতে ১৮টি, বরিশালে ২৫টি, খুলনায় ৮টি, সিলেটে ১০টি ও ময়মনসিংহে ২০টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

এছাড়া জরিমানা করা হয়েছে ৪৯ লাখ ৫ হাজার টাকা। এর মধ্যে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে চট্টগ্রামে ২৮ লাখ ৮৯ হাজার টাকা। এছাড়া ঢাকায় ৮ লাখ ৯৫ হাজার টাকা, রংপুরে ২০ হাজার টাকা, রাজশাহীতে ৩ লাখ ৬৭ হাজার টাকা, বরিশালে ১ লাখ ৬ হাজার টাকা, খুলনায় ৪ লাখ ৭৫ হাজার টাকা, সিলেটে ১০ হাজার টাকা ও ময়মনসিংহে ১ লাখ ৪৩ হাজার টাকা।

অভিযানে ঢাকা ও চট্টগ্রামে ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩ জন ঢাকার ও ৩ জন চট্টগ্রামের।

এএএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।