চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শরফুদ্দিন চৌধুরী সজীব (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সজীব চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়া হাজিপাড়া গ্রামের হাসান ফারুক চৌধুরীর ছেলে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হলো।
বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন>> বরিশালে আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু, শনাক্ত ৩৯৮
প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৯৫ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৮২ জন চিকিৎসাধীন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৯১৩ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে রেকর্ড ১২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০৬ জনের সরকারি হাসপাতালে এবং ১৮ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৩৯ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ৩৫ জন, চট্টগ্রাম কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ২৫ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ২৪ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২২ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৯৭ জন চিকিৎসাধীন।
ইকবাল হোসেন/ইএ/জিকেএস