বছরে নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৫ লাখ নারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

প্রতি বছর বিশ্বে ১৫ লাখের বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। এছাড়া মারা যান প্রতি লাখে ১৫ জন নারী। প্রতি আটজনে একজন নারী স্তন ক্যানসারের ঝুঁকিতে থাকেন। এই রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর স্টেট ইউনিভার্সিটিতে স্তন ক্যানসার সচেতনতার মাস উপলক্ষে সেমিনারে বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রতি বছর বিশ্বজুড়ে ১৫ লাখেরও বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং প্রতি লাখে ১৫ জন নারী মারা যান। এছাড়া প্রতি আটজনে একজন স্তন ক্যানসারের ঝুঁকিতে থাকেন। তবে স্তন ক্যানসার সম্পূর্ণ ভালো হয়ে যায়, যদি প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা হয়। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

সেমিনারে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলি নাফিসা বলেন, স্তন ক্যানসারকে ভয় না পেয়ে এটির মোকাবিলা করতে হবে। চিকিৎসা পদ্ধতি কেমন হবে, তা জানতে হবে।

স্তন ক্যানসার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ও এ বিষয়ে নানা তথ্য তুলে ধরেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. মো. ইউসুফ আলী।

সেমিনারের আয়োজন করে ইনার হুইল ক্লাব অব জাহাঙ্গীনগর, ঢাকা। আয়োজনে স্বাস্থ্যবিষয়ক পার্টনার ছিল ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। এছাড়া অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ১৮টি ক্লাব। সেমিনারে স্তন ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠা ১০ নারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এএএম/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।